নারদ কাণ্ডে গ্রেপ্তারি নিম্নরুচির রাজনৈতিক প্রতিশোধস্পৃহা: অভিষেক সিঙ্ঘভি
নারদা স্টিং অপারেশন মামলায় সোমবার সকাল থেকে একাধিক ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে কলকাতায়। আজই এই মামলার প্রথম চার্জশিট পেশ। তার আগে সাত সকালেই গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, এবং শোভন চট্টোপাধ্যায়কে। নেতাদের আকস্মিক গ্রেপ্তারির পরেই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের পাশাপাশি গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতারা। এবার সেই তালিকায় নাম লেখালেন, বিশিষ্ট আইনজীবি এবং কংগ্রেসের রাজ্যসভা সাংসদ অভিষেক সিঙ্ঘভি। একাধিক টুইট করে তিনি লিখেছেন, ‘গ্রেপ্তারির আগে তার প্রয়োজনীয়তা থাকা দরকার। গ্রেপ্তারির অনুমতি মানেই গ্রেপ্তার করা নয়। নারদা ২০১৬- র ঘটনা। সুপ্রিম কোর্টেও গেছে বিষয়টি। রাজ্যপাল যিনি অনুমতি দিয়েছেন তার উদ্দেশ্যও পরিষ্কার। পাঁচ বছর পর ২০২১-এ গ্রেপ্তার কেন? এটা কি বাংলায় বিজেপির হারের ফল! বাংলায় মন্ত্রীদের গ্রেপ্তারি নিম্নরুচির রাজনৈতিক প্রতিশোধস্পৃহার উদাহরণ।’