রাজ্য বিভাগে ফিরে যান

আমার অনুমতি নেওয়া হয়নি: বিমান বন্দ্যোপাধ্যায়

May 17, 2021 | < 1 min read

নারদ কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড় (Narada Scam)। CBI গ্রেফতার করেছে মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে। একইসঙ্গে গ্রেফতার সুব্রত মুখোপাধ্যায়।

সোমবার সকালে প্রথমে মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছন CBI গোয়েন্দারা। বাড়ির বাইরে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। এরপরই তাঁকে বাইরে নিয়ে আসা হন। তিনি নিজে জানান, নারদা কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। একইসঙ্গে নিজাম প্যালেসে CBI দফতরে নিয়ে আসা হয় বিধায়ক মদন মিত্র, প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও। নিয়ে আসা হয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। এরপরই তাঁদের চারজনকে গ্রেফতার করে CBI।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, কোনওরকম অনুমতি নেওয়া হয়নি তাঁর থেকে। যদিও, কিছুদিন আগেই এই চারজনের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, স্পিকারের অনুমতি না নিয়ে গ্রেপ্তার করার এক্তিয়ার কি সিবিআইয়ের আছে?

অনেকেই প্রশ্ন তুলছেন, শুভেন্দু অধিকারী বা মুকুল রায়ের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নিল না সিবিআই?

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI, #Biman Banerjee

আরো দেখুন