সুনীল মণ্ডলের সাংসদপদ খারিজের জন্য লোকসভার স্পিকারকে আবেদন সুদীপের
বর্ধমান পূর্বের দলত্যাগী সাংসদ সুনীলকুমার মণ্ডলের সাংসদ পদ খারিজের আবেদন করল তৃণমূল (TMC)। সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সুনীলবাবুর সাংসদপদ খারিজের জন্য দ্রুত পদক্ষেপ করতে অনুরোধ করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এরই মাধ্যমে সুনীলবাবুর (Sunil Mondal) সাংসদপদ খারিজের প্রক্রিয়া শুরু হল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
গত ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীলকুমার মণ্ডল। এর পর তাঁর বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ একপ্রকার সময়ের অপেক্ষা ছিল। বিধানসভা নির্বাচনে সুনীলবাবুর জেলায় বিজেপির ভরাডুবি হয়েছে। ক্ষমতায় ফেরার পর পক্ষকাল কাটতে না কাটতেই সুনীলবাবুর বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন জানালে তৃণমূল।
দলত্যাগবিরোধী আইন অনুসারে সুনীলবাবুর সাংসদ পদ খারিজ হওয়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার পর ফের নির্বাচন হবে ওই কেন্দ্রে। সেক্ষেত্রে বিজেপি তাঁকে টিকিট দিলেও জিতে ফেরা মুশকিল সুনীলের।