রাজ্য বিভাগে ফিরে যান

নিজাম প্যালেসের পর রাজভবনের সামনেও বিক্ষোভ

May 17, 2021 | < 1 min read

নারদ কাণ্ডে সিবিআই রাজ্যের দুই মন্ত্রী এবং দুই বিধায়ককে গ্রেফতার করার পর থেকেই নিজাম প্যালেসের বাইরে চলছিল বিক্ষোভ। উত্তেজিত তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর। এর পরেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের পরপর তিনটে টুইটে বিক্ষোভ যেন আরও উস্কে যায়। রাজভবনে (Raj Bhavan) পৌঁছে যায় বিক্ষোভকারীদের একটি দল।

অভিযোগ এই পরিস্থিতিতে কার্যত আগুনে ঘি ঢালার কাজ করেছেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দাবি, অশান্তির পরিবেশে আরও উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এর জেরে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজভবনের সব গেটের সামনেই চলছে এই বিক্ষোভ।

জানা গেছে, রাজভবনের একদম গেটের সামনে বসে পড়েন তাঁরা। স্লোগানও দিতে থাকেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা জানান, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের ছাড়া হবে ততক্ষণ তাঁরা সেখান থেকে সরবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Raj Bhavan, #tmc, #nizam palace

আরো দেখুন