রাষ্ট্রপতি শাসনের প্রচ্ছন্ন হুমকি রাজ্যপালের, তীব্র আক্রমণ তৃণমূলের
সোমবার সকালেই সিবিআই নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারির পর থেকেই এই ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল নেতারা। মন্ত্রীদের গ্রেপ্তারিতে ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বিধানসভার অধ্যক্ষ থাকতে কী করে মন্ত্রীদের গ্রেপ্তারিতে রাজ্যপাল ছাড়পত্র দেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এরপরই রাজ্যপাল জগদীপ ধনখড়ের একের পর এক বিতর্কিত মন্তব্য সামনে আসতে থাকে। তিনি পরোক্ষভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের হুমকি দিয়ে টুইট করেন।
এবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন একাধিক তৃণমূল নেতা। রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় রাজ্যপালের ইস্তফা দাবি করে টুইট করে লেখেন, ‘রাজ্যপালের কোন অধিকার নেই গ্রেপ্তারিতে ছাড়পত্র দেওয়ার। বেআইনি কাজ করেছেন জগদীপ ধনখড়।’
অর্থমন্ত্রী অমিত মিত্র টুইটে লেখেন, ‘গণতন্ত্রের নিয়ম না মেনে, বিধানসভা অধ্যক্ষের অনুমতি না নিয়ে মোদী- শাহ পরিচালিত সিবিআই রাজ্যের দুই মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। এটা সংঘ পরিবারের ফ্যাসিস্ট মানসিকতার পরিচয়।’
তৃণমূলের সহ-সভাপতি যশোবন্ত সিনহা লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে! বাংলার সাথে ঠিক এটাই ঘটেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু যারা সদ্য বিজেপিতে যোগ দিয়েছে তাদের স্পর্শ পর্যন্ত করা হবে না।’