রাজ্য বিভাগে ফিরে যান

আবার চালু হচ্ছে কন্যাশ্রীর কাজ

May 17, 2021 | 2 min read

রাজ্যে নির্বাচনী বিধি চালু হতেই ‘কন্যাশ্রী’ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের উপর স্থগিতাদেশ জারি হয়। নতুন করে সরকার গঠন হতেই ‘কন্যাশ্রী’ প্রকল্পের যাবতীয় কাজ চালুর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তাতে প্রকল্পের নবীকরণ, আপগ্রেডেশন, ভেরিফিকেশন ইত্যাদি কাজ শুরু করার কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি প্রকল্পের রাজ্য ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শাশ্বতী চক্রবর্তী বিভিন্ন জেলার প্রকল্প আধিকারিকদের ই মেল করে বিষয়টি জানিয়েছেন। এতে নতুন করে প্রকল্পের সুবিধা পেতে চলেছেন রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রীরা। যদিও ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে নতুন আবেদন জমা নেওয়া যাবে না। তবে নতুন আবেদন জমার কাজ দ্রুত শুরু হবে। সরকারের এই সিদ্ধান্তে খুশি ছাত্রীরা।


রানাঘাট-১ ব্লকের বিডিও সঞ্জীব সরকার বলেন, রাজ্যের ওই নির্দেশিকা ইতিমধ্যেই আমরা পেয়েছি। সেইমতো কাজ চলছে। ‘কন্যাশ্রী’ সুবিধা প্রাপকদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রয়োজনে হোয়াটস অ্যাপের মাধ্যমেও আবেদনকারীদের ডকুমেন্টস যাচাইয়ের কাজ করা যেতে পারে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নির্দেশিকায় কে-১ সুবিধা প্রাপকদের নবীকরণ, কে-১ থেকে কে-২য়ে আপগ্রেডেশন, বিডিও ও এসডিও স্তরে আবেদনকারীদের তথ্য যাচাই এবং পরবর্তীতে তা জেলা ও রাজ্যস্তরে পাঠানোর প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চালু করার কথা বলা হয়েছে। ২০২১-’২২ সালে নদীয়া জেলায় এখনও পর্যন্ত কে-১ স্কিমে ১৫০৫টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে ৪৯১টি আবেদনে অনুমোদন করা হয়েছে। এছাড়া কে-২ স্কিমে জেলায় মোট ২১৮টি আবেদন জমা পড়েছে। গত বছর জেলায় এক লক্ষ ৫৩ হাজার ৭৩৪ কে-১ ও ২৫ হাজার ৫০৩ কে-২ প্রকল্পের সুবিধা পেয়েছিলেন।


আরও জানা গিয়েছে, এই প্রকল্পের আবেদন জমা নেওয়ার কাজ মূলত স্কুল ও কলেজগুলিতে হয়ে থাকে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে এখন স্কুল বন্ধ। তাই আবেদনকারীরা যাতে প্রকল্পের টাকা পেতে সমস্যায় না পড়েন, সেজন্য ব্লক ও এসডিও অফিসগুলিতে ডাটা এন্ট্রি অপারেটর এই কাজ করেছেন। উল্লেখ্য, ২০১৩ সালে রাজ্য সরকারের তরফে প্রকল্পটি চালু হয়। এর উদ্দেশ্য ছিল, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের সাহায্য প্রদান করা। পাশাপাশি ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে আটকানো ছিল প্রকল্পের অন্যতম একটি উদ্দেশ্য।


প্রকল্পটিকে মূলত দুটিভাগে ভাগ করা হয়েছে। যে সকল ছাত্রীর বয়স ১৩ বছরের বেশি ও ১৮ বছরের কম তাদের কন্যাশ্রী-১ এর মাধ্যমে বার্ষিক বৃত্তি হিসেবে এক হাজার টাকা করে পাওয়ার সুবিধা আছে। অন্যদিকে কন্যাশ্রী-২ মাধ্যমে যে সকল ছাত্রীর বয়স ১৮ বছরের বেশি ১৯ বছরের কম। তাঁরা পাবেন এককালীন ২৫ হাজার টাকা।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Kanyashree, #Bengal

আরো দেখুন