সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় প্রয়াত

প্রয়াত সাহিত্যিক তথা সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাত আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
লেখালেখির সঙ্গে সাংবাদিক হিসেবেও সমান জনপ্রিয় ছিলেন। বেশ কিছু বাংলা দৈনিক সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন। জার্মান রেডিওর বাংলা বিভাগে কাজ করেছেন।
তাঁর উপন্যাস “শার্দূলসুন্দরী” এতটাই জনপ্রিয় হয় যে খুব কম সময়ের মধ্যেই তার ইংরেজি অনুবাদও প্রকাশ পায়। সন্ত্রাসবাদ নিয়ে গল্প লিখেছেন (তেরো নদীর পারে), বিস্মৃত-বিখ্যাত বাঙালিদের নিয়ে একাধিক সিরিজ-বই লিখেছেন (গোবর গোহ, রাধানাথ শিকদার, জাদুকর গণপতি), শহরের অদ্ভিয় গল্প লিখেছেন (এক নম্বর পাঁচু মিস্ত্রি লেন)।
তাঁর আকস্মিক মৃত্যুতে বাংলা ভাষায় উৎকৃষ্ট সাহিত্যচর্চার বড়সড় ক্ষতি হল বলে মনে করছে সাহিত্যজগৎ। শোকস্তব্ধ অগণিত পাঠক।