তথ্য যাচাই বিভাগে ফিরে যান

বাংলায় ইসকন সন্ন্যাসীদের ওপর অত্যাচার? জানুন আসল ঘটনা

May 18, 2021 | < 1 min read

দাবি

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে পুলিশের সাথে কিছু গেরুয়া পোশাক পরিহিত বিদেশী হিন্দু ভক্তদের ধস্তাধস্তি হচ্ছে। দাবি করা হচ্ছে গীতা বিলি করার অপরাধে বাংলায় ইসকনের সন্ন্যাসীদের মারধোর করছে পুলিশ। আরও দাবি করা হয় ভোট পরবর্তী সময়ে এভাবেই হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে বাংলার পুলিশ।

সত্যতা

ঘটনাটি আদৌ বাংলার নয়। ভিডিও যে ঘটনাটি দেখা যাচ্ছে সেটি ঘটেছিল ২০০৮ সালে, তাও আবার গোয়াতে। সেই সময় ‘হরে রাম হরে কৃষ্ণ’ নামক একটি সংগঠনের কিছু রাশিয়ান হিন্দু ভক্তের সাথে পুলিশের বিরোধ হয়। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে পুলিশের গাড়িতে ‘গোয়া পুলিশ’ লেখা। একটি ইউটিউব ভিডিওতেও দাবি করা হয় ঘটনাটি গোয়ার।

এই ভিডিওটি এর আগেও ভাইরাল হয়েছে নানা বিভ্রান্তিকর দাবির সাথে। গুজবে কান দেবেন না। বাংলায় হিন্দুরা অত্যাচারিত, এই দাবিটি মিথ্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

#fake News, #Goa, #Fact Check, #ISKCON

আরো দেখুন