কলকাতা বিভাগে ফিরে যান

বিচারের নামে প্রহসন হয়েছে, জামিন খারিজে প্রতিক্রিয়া তৃণমূলের

May 18, 2021 | < 1 min read

বিচারের নামে প্রহসন হয়েছে। তৃণমূলের (TMC) ২ মন্ত্রীসহ ৪ নেতার জামিন খারিজে এমনই প্রতিক্রিয়া দিলেন দলের মুখপাত্র সৌগত রায় (Saugata Roy)। সোমবার গভীর রাতে ৪ নেতার জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। সৌগতবাবু জানান, আইনি পথেই এর মোকাবিলা করবে তৃণমূল।

এদিন সৌগতবাবু বলেন, ‘বিকেলে একটা আদালত জামিন দিল। রাতে হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দিয়ে দিল। আমাদের কোনও নোটিশও পাঠায়নি। শুধুমাত্র সিবিআইয়ের বক্তব্য শুনে জামিনে স্থগিতাদেশ দিয়েছে। এভাবে বিচারের নামে প্রহসন হচ্ছে। আমরা বুঝতে পারছি বিচারব্যবস্থার ঠিক কী অবস্থা।’

সৌগতবাবু জানান, ‘আমরা রাজনীতির লোকেরা জন্ম থেকেই জেলে যাওয়ার জন্য তৈরি থাকি। আদালতের বক্তব্য বুঝে আইনি পথে তার মোকাবিলা করবে তৃণমূল।’

সোমবার সকালে গ্রেফতারির পর তৃণমূলের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, দলের বিধায়ক মদন মিত্র ও দলত্যাগী নেতা শোভন চট্টোপাধ্যায়কে জামিন দেয় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ সিবিআই কোর্ট। কিন্তু রাতে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে বুধবার শুনানির পরবর্তী দিন ঘোষণা করেছে। এর ফলে জেলে যেতে হচ্ছে ৪ হেভিওয়েটকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Saugata Roy, #stay order

আরো দেখুন