কোভিডে মা কে হারালেন পরিচালক-অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়
চলে গেলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক দিন ধরেই কোভিডে ভুগছিলেন তিনি। মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ৭ দিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। তারও দিন সাতেক আগে থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। মঙ্গলবার দুপুরে আন্দাজ ২টো ২০ মিনিটে সংক্রমণের সঙ্গে লড়াই শেষ হয় তাঁর।
পরিচালক-অভিনেত্রীর মা ভূগোলের শিক্ষিকা ছিলেন। শুধু তাই নয়, রবীন্দ্রসঙ্গীত এবং দেশ-বিদেশের গানে পারদর্শী ছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।
মায়ের পরামর্শ সব সময় মেনে চলতেন চূর্ণী। গত বছর মানব দেহে করোনা প্রতিষেধকের পরীক্ষা করার জন্য স্বেচ্ছাসেবকের প্রয়োজন ছিল। সে সময় দিল্লি এমস-এ নিজের নাম লিখিয়েছিলেন অভিনেত্রী। মাতৃদিবসের দিন চূর্ণী সে কথা জানিয়েছিলেন নেটমাধ্যমে। সঙ্গে দিয়েছিলেন মায়ের একটি ছবিও। চূর্ণী জানিয়েছিলেন, তাঁর মা-ই প্রথম, যিনি তাঁকে এই কাজে সাহস জুগিয়েছিলেন।