দেশ বিভাগে ফিরে যান

লকডাউনে চরমে মূল্যবৃদ্ধি, উদ্বিগ্ন সাধারণ মানুষ

May 18, 2021 | 2 min read

 লকডাউনে যখন রাজ্যে রাজ্যে প্রায় সবকিছু স্তব্ধ হয়ে গিয়েছে, তখন উদ্বেগ বাড়িয়েছে মূল্যবৃদ্ধি। গতমাসে কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের প্রকাশ করা রিপোর্টে দেখা গিয়েছিল খুচরো মূল্যসূচক কমছে। অর্থাৎ খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের নীচে হয়েছে, যা আশার সঞ্চার করেছিল। কিন্তু, সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতায় থাকা পরিসংখ্যান দপ্তরের রিপোর্টে দেখা যাচ্ছে, এপ্রিল মাস থেকে এক ধাক্কায় বেড়েছে পাইকারি মূল্যসূচক। মার্চ মাসে পাইকারি মূল্য সূচকের হার ছিল ৭.৩৯ শতাংশ। সেটি বেড়ে হয়েছে ১০.৪৯ শতাংশ। যা এককথায় রেকর্ড। বিশেষ করে ডবল ডিজিট মুদ্রাস্ফীতির হার সাম্প্রতিককালে দেখা যায়নি। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানত যে পণ্যগুলির ক্রমবর্ধমান মূল্য এই মুদ্রাস্ফীতির জন্য দায়ী সেগুলি হল, ডাল, ডিম, ভোজ্যতেল, মাংস, মাছ, পেট্রল, ডিজেল, উৎপাদন শিল্পের সরঞ্জাম, প্যাকেজড ফুট ইত্যাদি। দাম বেড়েছে ফলেরও। অর্থাৎ আংশিকভাবে খাদ্যপণ্যের একটা বিশেষ অংশের দাম ঊর্ধ্বমুখী। 


পাইকারি মূল্য সূচক সাড়ে ১০ শতাংশ হয়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে, এর প্রভাব পড়বে খুচরো পণ্যের দামেও। বিশেষ করে বিগত ২০ দিনে দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে লকডাউন শুরু হয়েছে। বহু পণ্যের আনাগোনা আটকে গিয়েছে। গ্রামাঞ্চল থেকে শহরে আসতে পারছে না বহু খাদ্যশস্য, সব্জি, ফল, ডিম, মাছ। সরকারি বিবৃতি অনুযায়ী আন্তর্জাতিক ক্ষেত্রেও অশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া নতুন সঙ্কটের সৃষ্টি করেছে।  দেশের একাধিক অঞ্চলে পেট্রলের দাম স্পর্শ করেছে ১০০ টাকা।  সোমবার এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরই কেন্দ্রীয় সরকার খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের আনতে রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলেছে। বিশেষ করে ডালের সাপ্লাই ও মজুতদারি নিয়ে রাজ্যগুলি যাতে সতর্ক হয় এবং অভিযান চালায়, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে। 
একদিকে পাইকারি মূল্যসূচক বাড়ছে, আবার ক্ষুদ্র সঞ্চয় ও ব্যাঙ্কের সুদের হারের পরিবর্তন নিয়েও জল্পনার সৃষ্টি হয়েছে। আগামী বৈঠকে এই দুই সুদের হারের বদল ঘটার আশঙ্কা করা হচ্ছে। কারণ, ব্যাঙ্কগুলি চাইছে আরও বেশি ঋণের সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে। আর তা করতে হলে ফিক্সড ডিপোজিটে কমাতে হবে সুদের হার। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাঙ্ক।  এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#price hike, #Lockdown

আরো দেখুন