রাজ্য বিভাগে ফিরে যান

নির্বাচনের মনোনয়ন পত্রে নারদ কাণ্ডের তথ্য গোপন মুকুল, শুভেন্দুর

May 19, 2021 | < 1 min read

নারদ (Narada)মামলায় সম্প্রতি তৃণমূলের (TMC) তিন হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) এবং মদন মিত্র (Madan Mitra) গ্রেপ্তার হয়েছেন। সাথে গ্রেপ্তার হয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও। কিন্তু ওই একই মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে গ্রেপ্তার করেনি সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে বেশ জল ঘোলা হয়েছে।

এবার আরও একটি ঘটনা সামনে এসেছে। নারদ কাণ্ডে ১৩ জন অভিযুক্তের মধ্যে মাত্র ৫ জন বিধানসভা ভোটে লড়েছেন। তার মধ্যে আছেন তৃণমূলের ওই তিন নেতা এবং বিজেপি থেকে মুকুল, শুভেন্দু।

তৃণমূলের তিন নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র তিন জনেই নিজেদের মনোনয়ন পত্রে তাদের বিরুদ্ধে নারদা কাণ্ডে তদন্ত চলছে একথা বিশদে উল্লেখ করলেও, বিজেপির ওই দুই নেতা নিজেদের মনোনয়ন পত্রে বিষয়টি সুন্দর ভাবে এড়িয়ে গেছেন। শুভেন্দু অধিকারী শুধু কেস নম্বর উল্লেখ করেছেন আর মুকুল রায় কোন কেসের কথাই উল্লেখ করেননি।

প্রশ্ন উঠছে কেন মনোনয়ন পত্রে নারদ কাণ্ডের তথ্য গোপন করলেন ওই দুই নেতা! এর ফলে কি তাদের বিধায়ক পদ খারিজ হতে পারে? জল্পনা রাজ্যজুড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#nomination, #suvendu adhikari, #mukul roy, #narada

আরো দেখুন