রাজ্য বিভাগে ফিরে যান

স্বস্তির খবর – নারদ কাণ্ডে গ্রেপ্তার ৪ নেতার কোভিড রিপোর্ট নেগেটিভ

May 19, 2021 | < 1 min read

নারদ মামলায় অভিযুক্ত চার হেভিওয়েট নেতারই কোভিড রিপোর্ট নেগেটিভ (Covid Negative)। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় সকলেরই করোনা পরীক্ষা করা হয়। এই মুহূর্তে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র (Madan Mitra), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) এবং শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তবে জ্বর ও পেটের সমস্যা থাকলেও হাসপাতালে যেতে রাজি নন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আপাতত প্রেসিডেন্সি জেলেই চিকিৎসাধীন তিনি। এদিকে, নেতাদের চিকিৎসায় পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করল CBI। AIIMS হাসপাতালের পাঁচ সদস্য নিয়ে তৈরি এই বোর্ড প্রত্যেকের শারীরিক অবস্থা খতিয়ে দেখবে।

CBI সূত্রে খবর, আদৌ এই চার নেতার হাসপাতালে ভর্তি প্রয়োজন রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

নারদ মামলায় ৪ নেতা-মন্ত্রী নিম্ন আদালতে জামিন পেতেই, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল CBI । অভিযুক্তদের জামিন স্থগিত হয়ে যাওয়ায় আজ, বুধবার যুযুধান দু’পক্ষ নামছে আইনি লড়াইয়ে (Narada Scam Case)। হাইকোর্ট থেকে জল গড়াতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এমনটাই ধারণা আইনজীবী মহলের (TMC VS CBI)। এই অবস্থায় ফিরহাদ হাকিমের দুই মেয়ে সাবা ও প্রিয়দর্শিনী এবং মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র আবেদন জানিয়েছেন, আজ তৃণমূল কর্মী-সমর্থকরা যেন হাইকোর্ট চত্বর-সহ রাজ্যের কোথাও কোনও প্রতিবাদ-আন্দোলন না-করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#COVID positive, #Narada Sting Video

আরো দেখুন