উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কেন্দ্রের অসহযোগিতায় উত্তরবঙ্গ মেডিক্যালে অক্সিজেন প্লান্টের কাজ অনিশ্চিত

May 19, 2021 | 2 min read

কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরির উদ্যোগ কার্যত ঝুলে গেল। কোভিড পরিস্থিতিতে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন, বর্তমানে রাজ্যে ৭০টি অক্সিজেন প্লান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল একটি। কিন্তু কেন্দ্রীয় সরকার মাত্র চারটি প্লান্ট গড়ার অনুমোদন দিয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম নেই। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তারপরও মেডিক্যাল কলেজে অক্সিজেন প্লান্ট বসানোর নির্মাণকাজ করে রাখা হচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্যসচিবের সঙ্গে কথা বলেছি। দ্বিতীয় পর্যায়ে যাতে প্লান্ট গড়ার ব্যাপারে দীর্ঘদিনের পুরনো এই মেডিক্যাল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ করতে পাইপ লাইনের বিস্তার করা হচ্ছে। 


এদিকে, কোভিড পরিস্থিতিতে শিলিগুড়িতে ওষুধ ও অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে খোঁজখবর নিতে এদিন বিসিডিএ’র সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। বৈঠকে অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) সুমন্ত সহায়,  শিলিগুড়ির মহকুমা শাসক প্রিয়দর্শিনী এস, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর গৌতমবাবু বলেন, ওষুধের কোনও সমস্যা নেই বলে বিসিডিএ জানিয়েছে। তারা ব্রান্ডের বদলে প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধের নাম লেখার প্রস্তাব দিয়েছে। বিষয়টি চিকিৎসকদের জানিয়ে দেওয়া হবে। অক্সিজেন সরবরাহ নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। অক্সিজেনের সরবরাহ বাড়ানো নিয়ে জেলাশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। 


অন্যদিকে, অক্সিজেনের সমস্যা না থাকলেও সিলিন্ডারের অভাব রয়েছে বলে অক্সিজেন সরবরাহকারী বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে জানা গিয়েছে। ইতিমধ্যে একটি সংস্থা সিলিন্ডারের জন্য মুম্বইয়ের একটি সংস্থার কাছে  বরাত দিয়েছে। অক্সিজেন সরবরাহকারী ওই সংস্থা জানিয়েছে, আতঙ্কে অনেকে অক্সিজেনের সিলিন্ডার মজুত করে রেখেছেন। তাঁরা সেইসব সিলিন্ডার ফিরিয়ে দিলে সমস্যা কিছুটা মিটবে। এদিকে, অক্সিজেনের জোগান সম্পর্কে খোঁজখবর নিচ্ছে গোয়েন্দা শাখার পুলিস। আজ, বুধবার পুরসভা ও পুলিস এ ব্যাপারে বৈঠক করতে পারে বলে খবর। 

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #oxygen plant

আরো দেখুন