টিকা পাবেন কী করে? জানেনই না দেশের ৭৫ শতাংশ মানুষ
করোনার (COVID 19) বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল টিকা (Vaccine)। কিন্তু, টিকাকরণ নিয়ে বার বারই বিতর্কের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে (Central Govt)। টিকার দামের তারতম্য থেকে টিকার আকাল – সবেতেই ডাহা ফেল করেছে নরেন্দ্র মোদির সরকার।
শুধু তাই নয়, টিকার জন্যে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া এতটাই জটিল যে দেশের ৭৫ শতাংশ মানুষ এই প্রক্রিয়া সম্পর্কে অবগত নয়। টিকা পেতে গেলে সবার আগে কোউইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হয় দেশবাসীকে। কিন্তু ভারতবর্ষের কতজন মানুষ স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করেন? যারাও বা করেন তাদেরও সেই অ্যাপে নাম নথিভুক্ত করতে দিন কাবার হয়ে যাচ্ছে।
এই বিষয়ে সাতটি রাজ্য বিহার, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশের ২৪৬ জেলার ২২৪৮ জন প্রাপ্ত বয়স্কর ওপর একটি সমীক্ষা চালানো হয় দ্য প্রিন্ট নামক সংবাদ সংস্থার তরফে। সেই সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশের ৭৫ শতাংশ মানুষ টিকাকরণ প্রক্রিয়া সম্পর্কে অবগত নন।
বেশিরভাগ মানুষই জানেন না টিকা পেতে কোন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। ৩০ শতাংশ মনে করেন সরকারি আধিকারিকরা এসে টিকার ব্যবস্থা করবেন। ১৩ শতাংশ মনে করেন টিকা পেতে তাদের স্থানীয় নেতার সাহায্য নিতে হবে। কেরালার ৪৩ শতাংশ এবং মহারাষ্ট্রের ৩৭ শতাংশ মানুষ টিকার বিষয়ে সঠিক তথ্য জানলেও বাকিদের এ সম্পর্কে কোন ধারণাই নেই।
যাদের ওপর এই সমীক্ষা চালানো হয় তাদের ৬৮ শতাংশ পুরুষ, ৩২ শতাংশ মহিলা, ৬৬ শতাংশ ৪০ বছরের কম, ২৪ শতাংশ মাঝ বয়সী এবং ৯ শতাংশ ষাটোর্দ্ধ। এদের মধ্যে ৭৫ শতাংশ মানুষেরই টিকাকরণের প্রক্রিয়া সম্পর্কে কোন ধারণাই নেই। আবার প্রমাণিত হল, দেশের মানুষকে সঠিক তথ্য দিতে অসফল হয়েছে কেন্দ্রীয় সরকার।