রাজ্য বিভাগে ফিরে যান

ববির বাড়িতে মমতা, দিলেন পাশে থাকার আশ্বাস

May 20, 2021 | < 1 min read

বৃহস্পতিবার নবান্ন (Nabanna) থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ির দুয়ারে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিতরে না ঢুকলেও বাইরে থেকে দাঁড়িয়েই নারদ মামলায় জেল হেফাজতে থাকা পরিবহণমন্ত্রীর পরিবারকে ভরসা জোগাতে চাইলেন দিদি।

এদিন মমতা যখন ববি হাকিমের (Firhad Hakim) বাড়ির সামনে যান তখন তাঁর স্ত্রী ছিলেন না। প্রেসিডেন্সি জেলে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ববি-জায়া। ফলে দিদির সঙ্গে তাঁর কথা হয়নি। বড় মেয়ে প্রিয়দর্শিনীও ছিলেন না। তিনি গিয়েছিলেন আইনজীবীর সঙ্গে কথা বলতে। মেজ মেয়ে সাব্বা হাকিম কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

সূত্রের খবর সাব্বার উদ্দেশে মমতা বলেছেন, “এটা পলিটিক্যাল ফাইট। একদম ভয় পাবে না। আমি আছি! মনের জোর রেখো।”

প্রসঙ্গত, এদিন দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রথমে বলেন নারদ মামলা বিচারাধীন রয়েছে। তাই এ নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তারপর অবশ্য বলেন কোর্টের বাইরে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের প্রতিনিধি হিসেবে বলছেন। তাঁর কথায়, “এটা উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসা। যা করেছে ওদের সঙ্গে এই অন্যায়ের সীমা পরিসীমা নেই।”

মহামারী পরিস্থিতিতে কলকাতার পুর প্রশাসক হিসেবে ববি হাকিমের প্রশংসাও করেন মমতা। তাঁর কথায়, “ববি নিজে অনেক কাজ করে। ওদের টিম সারাক্ষণ রাস্তায় নেমে কাজ করে। কোভিশিল্ড যখন বাংলায় এল তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রায়াল দিয়েছিল ছেলেটা! তাকে, সুব্রতদাকে আজকে আটকে রাখা হয়েছে। অনেকটা সময় কেটে গেল, ববি-সুব্রতদারা কাজটা করতে পারছেন না।”

তারপর বিকেলে দেখা গেল, সোজা তাঁর বাড়ি চলে গিয়েছেন দিদি। অভয় দিতে। পাশে থাকার বার্তা দিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #firhad hakim

আরো দেখুন