দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

লোকসভায় এবার বহরমপুরে দেখা যেতে পারে অধীর বনাম অভিষেক লড়াই?

May 21, 2021 | < 1 min read

গোটা রাজ্যে কংগ্রেস যখন প্রায় অপ্রাসঙ্গিক, সে সময়েই ২০১৯- এর লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে অধীর চোধুরী (Adhir Chowdhury) জিতেছেন ৮০ হাজার ভোটে। তাঁর হাত ধরেই মুর্শিদাবাদকে বলা হতো কংগ্রেসের শক্ত গড়। সবাই তাঁকে বলে থাকেন বহরমপুরের রবিন হুড। আর সেই রবিনহুডের বিরুদ্ধেই বহরমপুর থেকে ২০২৪- এর লোকসভা ভোটে লড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর।

জানা যাচ্ছে অধীর চৌধুরীর জনপ্রিয়তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনপ্রিয়তা দিয়ে কাটার পরিকল্পনাতেই এই সিদ্ধান্ত। তৃণমূলের মতে অভিষেক ওই আসন থেকে দাঁড়ালে তাঁর জনপ্রিয়তার কাছে টিকতে পারবেন না অধীর।

চিরকালের কংগ্রেসের ঘাঁটি মালদা এবং মুর্শিদাবাদে এবার বিধানসভা ভোটে ভালোভাবে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। জেলায় মোট ২০টি আসনের ১৮টিতে জয়ী হয়েছে তৃণমূল। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তরগত ৭টি বিধানসভার প্রত্যেকটিতেই জিতেছে তৃণমূল, প্রায় ৩.০৭ লক্ষ ভোটার ব্যবধানে। আর সেই ভরসাতেই পুরো মুর্শিদাবাদ জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #abhishek banerjee, #tmc, #Adhir Chowdhury

আরো দেখুন