করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন অরিজিৎ সিংহ
করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন গায়ক অরিজিৎ সিংহ। তিনি মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্যদপ্তরকে পাঁচটি হাই-ফ্লো নাসাল অক্সিজেন মেশিন দিয়েছেন। চিকিৎসকরা বলছেন, এইচএফএনও মেশিন করোনা চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু সেই মেশিন পর্যাপ্ত সংখ্যায় জোগান নেই। অরিজিৎ মুম্বই থেকে তা এনে দিয়েছেন।
আরও পাঁচটি এইচএফএনও দেওয়ার আশ্বাস দিয়েছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, অনেক রোগীর চিকিৎসার জন্য ওই ধরনের মেশিন প্রয়োজন হচ্ছে। কিন্তু আমাদের জেলায় তা পর্যাপ্ত নেই। সারা দেশেই এই মেশিনের অভাব রয়েছে। এই মেশিনের মাধ্যমে ৫০-৬০ লিটার অক্সিজেন দেওয়া যায়। আধিকারিকদের দাবি, প্রতিটি মেশিনের দাম প্রায় দু’লক্ষ টাকা। তবে টাকা দিয়েও তা পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অরিজিতের মা। বহরমপুরে কোভিড হাসপাতালে আসা এইচএফএনও মেশিন।