রাজ্য বিভাগে ফিরে যান

দীঘা থেকে ৬৫০ কিমি দূরে, আজই ঘূর্ণিঝড়ে পরিণত হল যশ

May 24, 2021 | < 1 min read

দীঘা (Digha) থেকে মাত্র ৬৫০ কিলোমিটার দূরেই রয়েছে যশ। আবহাওয়া দপ্তর সৃত্রে এমনটাই খবর মিলেছে। আজ, সোমবারই ঘূর্ণিঝড়ে পরিণত হল যশ (Cyclone Yaas)। তার প্রবল হাওয়ায় ২০ ফুট পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর আগামী বুধবার, ২৬ মে আছড়ে পড়ার কথা যশের।

হাওয়া অফিস জানাচ্ছে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। বুধবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। এদিকে, আজ সকাল থেকেই কলকাতার আকাশও মেঘলা রয়েছে। ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড়।

যশ মোকাবিলায় জেলায় জেলায় প্রস্তুতি সারা হয়েছে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পর্যটক শূন্য রয়েছে দীঘা। তাজপুরে মোতায়েন এনডিআরএফ, এসডিআরএফ। ড্রোন ও কপ্টার উড়িয়ে নজর রাখা হচ্ছে। সুন্দরবন, বকখালি, ফ্রেজারগঞ্জে চলছে নজরদারি। বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#cyclone yaas, #Digha

আরো দেখুন