রাজ্য বিভাগে ফিরে যান

ঘূর্ণিঝড় মোকাবিলাতেও কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, সরব মমতা

May 24, 2021 | < 1 min read

বাংলার বুকে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। যশ ভয়াবহভাবে আক্রমণ করবে বলে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় (Mamata Banerjee)। ২০টি জেলা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (ControlRoom) চালু হয়েছে। গোটা পরিস্থিতির দিকে সারাক্ষণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মমতা। চার হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা বিধি মেনেই ত্রাণ শিবির চালানো হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমফানের থেকেও বড় হতে চলেছে, এমনই খবর রয়েছে। জীবনের ঝুঁকি নেবেন না। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না। বিভিন্ন ব্লকে রিলিফ সেন্টার তৈরি করা হয়েছে। ১০ লাখ মানুষকে নিরাপদে সরানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে’।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘অমিত শাহবাবু আজ বৈঠক করেছেন। ওড়িশা, অন্ধ্রপ্রদেশকে ৬০০ কোটি করে টাকা দিচ্ছেন। বাংলাকে ৪০০ কোটি করে টাকা দিচ্ছে। বাংলা এত বড় রাজ্য। তাহলে আমরা কেন বঞ্চিত হচ্ছি? গতবার আমফানের টাকাও পেলাম না’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #cyclone, #super cyclone yaas

আরো দেখুন