যশ নিয়ে অমিত শাহের বৈঠকে অনুপস্থিত মমতা? জানুন আসল সত্য
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ – ওড়িশাতেই মূলত আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। তাই আগাম সতর্কতা নিতে আজ একটি বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা, ওড়িশা, অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্রী এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে ভার্চুয়াল বৈঠক ডাকেন অমিত শাহ।
দাবি
কিছু সংবাদমাধ্যম এই বৈঠক নিয়ে খবর করে। তারা দাবি করে অমিত শাহের সাথে বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বৈঠকে যোগ দিতে পারবেন না তিনি।
এই খবরের ক্লিপ দিয়ে টুইট করেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। তিনি দাবি করেন, এরপর মুখ্যমন্ত্রী বলবেন কেন্দ্র সাহায্য করছে না।
সত্যতা
আদতে মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত রয়েছেন। বাংলা, ওড়িশা এবং অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে ডাকা এই বৈঠকে বাংলার তরফ থেকে প্রতিনিধিত্ব করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে আছেন মুখ্যসচিব। সুতরাং বিজেপি মুখপাত্রের এই দাবি মিথ্যা।