দিল্লিতে টুইটার অফিসে পুলিশের হানা রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ? জল্পনা শুরু
সোশ্যাল মিডিয়া (Social Media) সংস্থা টুইটারের (Twitter) গুরুগ্রাম অফিসে এদিন তল্লাশিতে পৌঁছয় দিল্লি পুলিশের (Delhi Police) একটা হাই প্রোফাইল টিম। রীতিমতো চাঞ্চল্য দেখা গিয়েছে এই তল্লাশি নিয়ে। জানা গিয়েছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এই অপারেশন চালিয়েছে।
প্রসঙ্গত, এর আগে কয়েকজন ভারতীয় রাজনীতিবিদের কোভিড সংক্রান্ত টুইটকে ম্যানিপুলেটেড মিডিয়া বলে সামনে আনে টুইটার। এদিকে, কয়েকদিন আগেই বিজেপি (BJP) নেতা সম্বিত পাত্রের (Sambit Patra) একটি পোস্টকে ম্যানিপুলেটেড মিডিয়া আখ্যায় ভূষিত করে টুইটার ।তারপরই টুইটারের কাছে নোটিস পৌঁছয় সরকারের তরফে।
এদিকে দেখা যায়, সম্বিত পাত্রের যে পোস্ট নিয়ে এত বিতর্ক , সেই পোস্টটি টুইটার থেকে সরে গিয়েছে। প্রশ্ন ওঠে ওই পোস্ট টুইটার সরিয়েছে, নাকি সম্বিত নিজেই সরিয়েছেন। এই বিভ্রান্তির মধ্যেই চলে এদিনের তল্লাশি অভিযান।
বিজেপি নেতার বিরুদ্ধে টুইটারের ব্যবস্থা নেওয়াতেই এই হানা যে রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ, এই হিসেবে দেখছেন অনেকেই।