দেশ বিভাগে ফিরে যান

দেশের মানুষের জীবন যাত্রার ওপর সার্জিকাল স্ট্রাইক চালিয়েছেন মোদি: অমিত মিত্র

May 24, 2021 | < 1 min read

সম্প্রতি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির মে মাসে প্রকাশ করা রিপোর্টে এক তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে এই মূহুর্তে দেশে ৫.৬ কোটি মানুষ বেকার। অন্য সূত্র থেকে আরও একটি তথ্য উঠে এসেছে যে বিগত চার বছরের মধ্যে দেশের বড় ব্যবসাগুলিতে এবছর লাভ সর্বাধিক। এই দুই তথ্যে দেশে দুই শ্রেণীর মধ্যে বৈষম্য পরিষ্কার। কেউ ফুলে ফেঁপে উঠছে, আর কারও মুখের গ্রাসটুকুও চলে যাচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিস্তর সমালোচনা চলছে দেশ জুড়ে। রাজনৈতিক মহলের মত নরেন্দ্র মোদির জমানায় কিছু বড় ব্যবসায়ীকে কেন্দ্রীয় সরকার প্রচুর সুযোগ পাইয়ে দিচ্ছে কিন্তু দেশের সাধারণ মানুষের কথা ভাবছে না।

এবার টুইটারে নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। টুইটে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি লেখেন, দেশের মানুষের জীবন যাত্রার ওপর সার্জিকাল স্ট্রাইক চালিয়েছেন প্রধানমন্ত্রী। একদিকে মে মাসে যেখানে ৫.৬ কোটি মানুষ বেকার। সেখানে অন্যদিকে দেশের বড় ব্যবসায় চার বছরের মধ্যে লাভ সর্বাধিক। লাভের পরিমাণ দেশের মোট জিডিপির ২.৬%। দেশকে জবাব দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #Economy, #PM Narendra Modi, #DrAmit Mitra

আরো দেখুন