ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য
ঘূর্ণিঝড় যশের (Yaas) কারণে ফসলের ক্ষতি হলে মিলবে ক্ষতিপূরণ। যেসব জমিতে একাধিক ফসল হয় সেই জমিতে ফসলের ক্ষতি হলে হেক্টর প্রতি ১৩৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
এক ফসলি জমি হলে হেক্টর প্রতি ৬৮০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পানের বরজ, বাদাম জাতীয় ফসলের ক্ষতি হলে হেক্টর প্রতি ১৮০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)।
এছাড়া, আজকে ক্যাবিনেট বৈঠকে সব মন্ত্রীদের জেলায় জেলায় নিজের এলাকায় থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। উম-পুনের অভিজ্ঞতা থেকে ঝড়ের পর দ্রুততার সাথে বিদ্যুৎ চালু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। যত দ্রুত সম্ভব ভেঙে পড়া গাছও সরিয়ে ফেলতে হবে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জমা জল ও সরাতে হবে দ্রুত। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ না ফেরা পর্যন্ত জেনারেটর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।