খেলা বিভাগে ফিরে যান

৬ দিনের পুলিসি হেফাজতে কুস্তিগির সুশীল

May 24, 2021 | 2 min read

হত্যাকাণ্ডে (murder case) অভিযুক্ত সুশীল কুমারের (Sushil Kumar) গ্রেপ্তার হওয়ার ঘটনায় স্তম্ভিত ক্রীড়ামহল। ওলিম্পিকসে দু’বার দেশকে পদক (Olympic medallist) এনে কুস্তিগিরের কুকীর্তিতে হতবাক অনেকেই। দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর শনিবার দিল্লি পুলিসের হাতে ধরা পড়েন সুশীল। রবিবার দুপুরে তাঁকে দিল্লির রোহিণী আদালতে হাজির করা হয়। ১২ দিনের জন্য সুশীলকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল দিল্লি পুলিস। সেই আবেদনের বিরোধিতা করেন ধৃত কুস্তিগীরের আইনজীবি। শেষ পর্যন্ত সুশীলকে ৬ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে জানা গিয়েছে, আদালতে পেশ করার আগে সুশীলকে আধ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী দল। জেরায় নাকি ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন তারকা কুস্তিগিরটি। তিনি এও জানিয়েছেন, যারা সাগর রানাকে খুন করেছে, তারা তাঁর বন্ধু। তবে সরকারিভাবে এ ব্যাপারে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার রাতে পাঞ্জাবের ভাটিণ্ডায় গাড়ি থেকে নেমে স্কুটারে চেপে পালানোর সময় সুশীলকে হাতেনাতে ধরে ফেলে পুলিস। নায়ক থেকে খলনায়ক বনে যাওয়া কুস্তিগিরের এই পরিণতি দেখে স্তম্ভিত ক্রীড়াবিদরা। বক্সার বিজেন্দর সিং বলছেন, ‘ভারতীয় খেলাধূলায় সুশীলের মস্তবড় অবদান রয়েছে। এই ঘটনার জেরে তা ভুলে গেলে চলবে না। ও যে অভিযুক্ত, সেটা আগে পরিষ্কার হোক। এর থেকে বেশি কিছু বলব না।’ উল্লেখ্য, ওলিম্পিকস বক্সিংয়ে ভারতের একমাত্র পদক জয়ী বিজেন্দর। ২০০৮ বেজিং ওলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ওই আসরে কুস্তিতে পদক জিতেছিলেন সুশীলও।

ভারতের টেবিল টেনিস তারকা শরৎ কমল মনে করেন, ‘সুশীল যদি সত্যিই এই খুনের ঘটনায় জড়িত থাকেন তাহলে শুধু কুস্তি নয়, সব খেলার উপরেই তার বিরূপ প্রভাব পড়বে। ও দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ। ফলে তার ভালো-মন্দ সবকিছুই জনসমাজে রেখাপাত করে।’ ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক অজিতপাল সিং বিশ্বাসই করতে পারছেন না যে, সুশীল কুমার এমন কাজ করতে পারেন। বেজিং ওলিম্পিকসে আইওএ’র পর্যবেক্ষক ছিলেন অজিতপাল। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘বেজিংয়ে ওর সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। এত নম্র স্বভাবের মানুষ হত্যা করবে, ভাবতেই পারছি না! খুবই লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক ঘটনা। সুশীল কুমার ইন্ডিয়ান স্পোর্টসের রোল মডেল। কুস্তি ওকে অর্থ, যশ, খ্যাতি সবকিছুই দিয়েছে। এই ঘটনার পর ও বোধহয় সব হারিয়ে ফেলল।’

সুশীল কুমারের সঙ্গে অন্য খেলার তারকাদেরও যোগাযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তেমনই এক ক্রীড়াবিদ বলছেন, ‘একজন মানুষের কীভাবে এতটা অধঃপতন হল, সেটাই রহস্যজনক। সবচেয়ে বড় কথা, ওর দু’টি ছোট সন্তান রয়েছে। হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার প্রভাব ওর পরিবারের উপরেও পড়বে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Murder Case, #sushil kumar

আরো দেখুন