কলকাতা বিভাগে ফিরে যান

আপাতত স্থিতিশীল বুদ্ধদেব, মেডিক্যাল বোর্ড গঠন চিকিৎসার জন্য

May 25, 2021 | < 1 min read

আপাতত স্থিতিশীল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। প্রতি ঘণ্টায় ৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে, উডল্যান্ডস হাসপাতাল সূত্রে তেমনটাই জানানো হয়েছে। রক্তে অক্সিজেন মাত্রাও পৌঁছেছে ৯০ শতাংশের বেশি। তবে তাঁর ফুসফুসে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ৬ জন বিশিষ্ট চিকিৎসকের বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ধ্রুব ভট্টাচার্য, সরোজ মন্ডল, সোমনাথ মাইতি, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সৌতিক পান্ডা ও কৌশিক চক্রবর্তী রয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ হলেও বুদ্ধদেবের জ্ঞান রয়েছে। ৩১৩ নম্বর কেবিনে রাখা হয়েছে তাঁকে।

সোমবার রাত থেকেই কোভিড (Covid 19) আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থার অবনতি হয়।  তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা নেমে যায় প্রায় ৮০তে। তবু তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হচ্ছিলেন না। মঙ্গলবার দুপুরে তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। সূত্রের খবর, গত সাতদিনে বাড়িতেই দুবার রক্ত পরীক্ষা করানো হয়েছিল তাঁর। বুদ্ধদেবের সিওপিডি সমস্যায় বেড়েছে কয়েকদিনে। হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। তাতেই অক্সিজেন ফ্লো সংক্রান্ত তথ্য জানা যায়। এছাড়াও সিটি স্ক্যানও করানো হয়েছে তাঁর। রক্ত পরীক্ষাও করানো হয়েছে। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে,  পরীক্ষার রিপোর্ট হাতে এলে আরও স্পষ্ট করে বলা যাবে ঠিক কেমন আছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #buddhadeb bhattacharya, #Health Update, #West Bengal

আরো দেখুন