রাজ্য বিভাগে ফিরে যান

ঘূর্ণিঝড়ে মানুষের সাহায্যে ২৪ ঘণ্টা খোলা পঞ্চায়েত

May 25, 2021 | 2 min read

ঘূর্ণিঝড় যশের (Yaas) মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর জেলায় আজ, মঙ্গলবার থেকে সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিস ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলার জন্য কর্মীদের তৎপর থাকতে বলা হয়েছে। জেলাপরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তরা সিং বলেন, সোমবার আমি বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছি। যশ মোকাবিলায় জেলা সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। তিনি আরও বলেন, আজ থেকে আমি নিজে জেলাপরিষদে কন্ট্রোলরুম খুলে বসব। জেলাপরিষদও ২৪ ঘণ্টা খোলা থাকবে। বিডিও অফিসেও কন্ট্রোলরুম খুলতে বলা হয়েছে। একই সঙ্গে পঞ্চায়েত অফিস খুলে রেখে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সোমবার দুপুর থেকেই জেলার মেদিনীপুর, খড়্গপুর, পিংলা, সবং, ডেবরা, দাঁতন, নারায়ণগড়ে বৃষ্টি শুরু হয়। ছিল ঝোড়ো হওয়াও। এদিন জেলার পুরসভা, পঞ্চায়েত, পুলিস ও প্রশাসন পৃথক পৃথক ভাবে আবার কোথাও যৌথ বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখে। সভাধিপতি বলেন, জেলার এই সব এলাকা ছাড়াও কেশিয়াড়ি ও ঘাটাল মহকুমায় এই ঝড়ের প্রভাব পড়তে পারে ধরে নিয়ে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত বড় স্কুলকে প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের উদ্ধার করে রাখা হবে। জেনারেটর ও খাবারের ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি ব্লকে শুকনো খাবার সহ ত্রাণসমগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ ব্যবস্থা সচল রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে সজাগ থাকতে বলা হয়েছে। প্রয়োজনে আগে থেকে গাছের ডাল কেটে ফেলতে বলা হয়েছে।

বসে নেই শাসক দল তৃণমূলও। জেলা সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি বলেন, এদিন আমি বিধায়ক, জেলার মন্ত্রী ও দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। বিধায়ক সহ দলের নেতাদের এলাকা ছেড়ে যেতে বারণ করা হয়েছে। তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও কোনও ঘটনা ঘটলে দলের নেতা ও কর্মীদের সেখানে পৌঁছতে হবে। উদ্ধার কাজে তাদারকি করতে হবে। পুলিস, প্রশাসন, পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রেখে চটজলদি ব্যবস্থা গ্রহণ করতে হবে। উমপুনের প্রভাবে যেসব ব্লকে ক্ষতি হয়েছিল, সেই সব ব্লকের প্রতি বিশষ নজর দিতে বলা হয়েছে।

জেলা পুলিসের পক্ষ থেকেও হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। দুর্যোগের সময় সমস্যায় পড়লে ৬২৯৬০৬০৬৯৯ এবং ০৩২২২২৬৭৯৮৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। জেলা কালেক্টরেটেও খোলা হয়েছে কন্ট্রোলরুম। তার নম্বর ০৩২২২২৭৫৮৯৪।

মেদিনীপুর ও খড়্গপুর পুরসভার পক্ষ থেকেও এদিন প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে যশ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়। শহরগুলিতেও কয়েকটি স্কুলকে রেসকিউ সেন্টার করা হয়েছে। এদিনই সেগুলি স্যানিটাইজ করা হয়। মেদিনীপুর পুরসভার প্রশাসক তথা বিধায়ক দীনেন রায় বলেন, আমরা সমস্ত রকম প্রস্তুতি নিয়েছি। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি তথা পুরসভার কো-অর্ডিনেটর নির্মাল্য চক্রবর্তী বলেন, শহরে যে ছ’টি রেসকিউ সেন্টার করা হচ্ছে, সেখানে টিম অভিষেকের পক্ষ থেকে রান্না করা খাবার দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Panchayat, #cyclone yaas

আরো দেখুন