নারদ মামলায় মুখ পুড়লো সিবিআইয়ের, শুনানি হবে হাইকোর্টেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সিবিআই-এর। প্রত্যাহার করা হল নারদ মামলা। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই ফিরছে নারদ শুনানি। মঙ্গলবার বিচারপতি বিনীত শরণ এবং বিচারপতি বিআর গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে শুরু হয় নারদ মামলার শুনানি। মামলা স্থানান্তর করার পক্ষে আদালতে সিবিআইয়ের হয়ে সওয়াল করেন তুষার মেহতা। এদিন শুরুতেই সিবিআইয়ের আইনজীবী কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তদন্তকারী সংস্থার উপর চাপ তৈরির চেষ্টা হয়েছে।
বিচারপতি বিনীত শরণ প্রশ্ন করেন আপনারা কী চান? আদালতে মেহতা বিচারপতিদের উদ্দেশে বলেন, ‘মামলার স্থানান্তর চাই। মামলাটি রাজ্যের বাইরে স্থানান্তরিত করা হোক। রাজ্যের পরিস্থিতির উপর ভরসা রাখা উচিত হবে না।’ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিচারপতি বি আর গভাই বলেন, ‘নাগরিকের অধিকার রক্ষা হচ্ছে কী না সেদিকে সবার আগে লক্ষ্য রাখতে হবে। মুখ্যমন্ত্রীর ধর্ণা বা গ্রেপ্তারি নিয়ে জনতার বিক্ষোভের জন্যে অভিযুক্তদের কেন হয়রানি হবে? মামলা প্রত্যাহার করতে হলে এখনই করুন।’
সলিসিটর জেনারেলকে বেঞ্চের আরও প্রশ্ন, ‘গৃহবন্দি করার নির্দেশ দিলেও তাঁরা তো সিসিটিভির নজরদারিতেই আছেন। সিবিআই কোর্টে মামলা চলাকালীন হাইকোর্ট আপনাদের আবেদনে সাড়া দিয়েছে। বিশেষ ভাবে আপনাদের মামলা শুনেছে, আবেদনে মান্যতা দিয়েছ। অভিযুক্তদের নোটিস দেওয়া হয়নি কেন?’
উল্লেখ্য, এই মামলা শুক্রবার পর্যন্ত মুলতুবির আবেদন করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এ বিষয়ে বেঞ্চের মন্তব্য, আপনিই তো আজ শুনানির আবেদন করেছিলেন, এখন পিছনোর কথা কেন বলছেন?