দেশ বিভাগে ফিরে যান

বালাশোরে আছড়ে পড়ল যশ, প্লাবিত দীঘা-সাগর

May 26, 2021 | < 1 min read

নির্ধারিত সময়ের আগেই ওড়িশায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘যশ’। বুধবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ বালাশোরের দক্ষিণে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, আগামী তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল। ওড়িশার বালাশোরে আছড়ে পড়েছে ‘যশ’।

বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে যশ ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামড়ার উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে পূর্বাভাস ছিল। কিন্তু তার অনেক আগেই ল্যান্ডফল শুরু হয়ে গেল। এরপর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকার কথা ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

দেখুন ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের ভয়াল কিছু দৃশ্য

TwitterFacebookWhatsAppEmailShare

#yaas, #yaas cyclone

আরো দেখুন