← রাজ্য বিভাগে ফিরে যান
শুক্রবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী
ঘূর্ণিঝড় ‘যশ’-এর কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন আগামী ২৮ তারিখ ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন আকাশপথে।
ওইদিন উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, ধামাখালি সহ বিস্তৃত এলাকা পরিদর্শন করে রিভিউ মিটিং করবেন হিঙ্গলগঞ্জে। তারপর তিনি আকাশপথেই দক্ষিণ ২৪ পরগনার সাগরে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করবেন।
সেদিনই তিনি পূর্ব মেদিনীপুর আকাশপথে সার্ভে করে দীঘা যাবেন। সেখানে রিভিউ মিটিং করবেন ২৯ তারিখ। এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়