যশ মোকাবিলায় মমতার উচ্ছ্বসিত প্রশংসা রাজ্যপালের
ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় মমতা সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য যে ভাবে আগে থেকে এই দুর্যোগ মোকাবিলার জন্য পদক্ষেপ করেছে তার প্রশংসা করে টুইট করেছেন রাজ্যপাল।
টুইটে ধনখড় লিখেছেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর সরকার যে দায়বদ্ধতা দেখিয়েছে তা প্রশংসার যোগ্য’। টুইটের সঙ্গে ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য রাজ্যের ত্রাণকার্যের কিছু ছবিও দিয়েছেন রাজ্যপাল। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং প্রাপকরা যেন সরাসরি সুবিধা পান সে দিকে খেয়াল রাখতে হবে’।
যশ আছড়ে পড়ার আগে আলিপুর আবহাওয়া দফতরে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানেও সাংবাদিকদের সামনে তাঁর মুখে শোনা গিয়েছিল ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। সেই মন্তব্য নিয়ে সমালোচনা করেছিলেন শাসক দল তৃণমূল। আলিপুর থেকে নবান্নে যান রাজ্যপাল। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কন্ট্রোল রুম ঘুরে দেখেন তিনি। যশ মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি খতিয়ে দেখেন। যশ চলে যাওয়ার পরেই এ বার মমতা সরকারের প্রশংসা করলেন ধনখড়।