← দেশ বিভাগে ফিরে যান
রামদেবকে ১০০০ কোটির মানহানির নোটিস আইএমএ-র
অ্যালোপ্যাথি নিয়ে কুমন্তব্যের জের। রামদেবকে ১০০০ কোটির মানহানির নোটিস ধরাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ (IMA)। ভারতীয় চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন আইএমএর উত্তরাখণ্ড শাখার তরফে এই নোটিস দেওয়া হয়েছে তাঁকে।
মানহানির নোটিসে বলা হয়, করোনায় অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে নিজের মন্তব্য ফিরিয়ে যদি রামদেব (Ramdev) একটি ভিডিও পোস্ট না করেন এবং একইসঙ্গে যদি ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা না চান তবে তাঁর কাছ থেকে ১০০০ কোটি টাকা আদায় করা হবে।