দমদমের গোসাপটির নাম পিন্টু? জানুন আসল সত্য
ঘূর্ণিঝড় যশ যখন বাংলার উপকূলে দাপট দেখাচ্ছে, সেই সময় দক্ষিণ দমদমে দেখা মিলল গোসাপের (Monitor Lizar)। বুধবার বাঙ্গুর অ্যাভিনিউয়ের একটি পাড়ার রাস্তায় জল জমেছিল। সেখান থেকেই যেতে দেখা যায় গোসাপটিকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
দাবি
এরপরই সামাজিক মাধ্যমে দাবি করা হয় এই গোসাপ নাকি পোষ্য। এবং তার নাম পিন্টু। কোনভাবে ছাড়া পেয়ে বাইরে চলে আসে। এই দাবিটিও বেশ জনপ্রিয়তা পায়।
সত্যতা
আসলে, পিন্টু নামের গোসাপ দাবি করা ছবিটি ইন্টারনেট থেকে নেওয়া। গুগলে রিভার্স ইমেজ সার্চ করলেই পাওয়া যাবে। তাই, গোসাপটি যে পোষ্য সেই দাবি ভিত্তিহীন। পাশাপাশি, গোসাপ একটি বিপন্ন প্রজাতি এবং ভারতীয় দণ্ডবিধিতে এটিকে পোষ্য হিসেবে রাখাও অপরাধ।
এছাড়া, ভারতীয় বন সেবার আধিকারিক প্রবীণ অঙ্গুসামি টুইট করে বলেন এই ধরণের বন্যপ্রাণীকে লোকালয়ে দেখা গেলে বন দপ্তরকে অবিলম্বে খবর দিতে।