← রাজ্য বিভাগে ফিরে যান
১৫ই জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ, ঘোষণা মমতার
রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ১৫ই জুন পর্যন্ত বিধিনিষেধ জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে সাংবাদিকদের সামনে এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। ১৫ই জুন পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধের সব নিয়ম।
মুখ্যমন্ত্রী বলেন,’কেউ লকডাউন (Lock Down) বলবেন না, এটা বাধানিষেধ’। বর্তমান নিয়মই জারি থাকবে বলে জানানো হয়েছে। বাংলায় করোনা কিছুটা কমেছে বলেও জানালেন মমতা।
একনজরে জেনে নিন কী কী বিধিনিষেধ জারি থাকছে
- বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর খোলা থাকবে।
- সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে।
- সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
- মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।
- শপিং মল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তরাঁ, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে।
- মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
- ব্যক্তিগত গাড়ি, অটো, টোটো চলাচল বন্ধ থাকবে।
- সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
- চিড়িয়াখানা, পার্ক বন্ধ থাকবে।
- বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের উপস্থিতিতে ছাড়।
*চশমার দোকান, ওষুধের দোকান খোলা থাকবে।
*চা বাগানে ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ।
- জুট শিল্প খোলা থাকবে ৩০ শতাংশ কর্মী নিয়ে।
*সৎকারে ২০ জনের উপস্থিতি।
- সব ধরনের জমায়েত বন্ধ থাকবে।
- ই কমার্স ও হোম ডেলিভারিতে ছাড়।
- জামাকাপড় ও গয়নার দোকান খোলা থাকবে দুপুর ১২টো থেকে ৩টে পর্যন্ত