স্বাস্থ্যে ব্যয় বৃদ্ধি জরুরি, কেন্দ্রকে পরামর্শ অভিজিতের
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। এখনও পর্যন্ত প্রতিদিন অন্তত দু’লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। কিন্তু তার মানে এই নয়, ভারতের নাগরিকদের করোনার বিরুদ্ধে লড়াই করার মতো মজবুত প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তৈরি হচ্ছে। এমনই মন্তব্য করলেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
অভিজিৎবাবু বলেন, ভারতে প্রায় দু’কোটি ৭০ লক্ষ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। তা এখন গ্রামের দিকেও যথেষ্ট ছড়াচ্ছে। বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন, যেখানে স্বাস্থ্য পরিকাঠামো বা চিকিৎসার হাল ভালো নয়। এই সমস্তএলাকায় করোনার তৃতীয় ঢেউ প্রভাব ফেলবে না, এমনটা বলা যায় না। কেন্দ্রীয় সরকারও এখন তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট সাবধানী, এমনটাই মনে করছেন অভিজিৎবাবু।
দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির মাত্র ১.৫ শতাংশ স্বাস্থ্যখাতে খরচ করা হয়। এই হার অনেকটাই বাড়ানো উচিত বলে মনে করেন অভিজিৎবাবু। তবে করোনার কারণে সাধারণ মানুষ ও শিল্প সংস্থাগুলির যে ক্ষতি হয়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকার কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা করবে বলেই মনে করেন এই অর্থনীতিবিদ।