বিনোদন বিভাগে ফিরে যান

প্রথম দিনই বাজিমাত ‘ফ্রেন্ডস দ্য রিইউনিয়নের’, ভারতে বসে দেখলেন ১০ লক্ষ মানুষ

May 28, 2021 | 2 min read

রস, রেচেল, জোয়ি, ফিবি, মনিকা, চ্যান্ডলাদের ফের একবার দেখতে পাওয়ার উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না দর্শকেরা। প্রায় ১৭ বছর পর ফিরেছে ‘ফ্রেন্ডস’। ২০০৪ সালে ‘ফ্রেন্ডস’এর শেষ সিজন সম্প্রচারিত হওয়ার পর ২৭ তারিখে আবার ফিরে এসেছে ‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’ (Friendsthe Reunion)। এইচবিও ম্যাক্স-এ দেখা গেছে এই ‘রিইউনিয়ন’-এর বিশেষ পর্ব।

আমেরিকার অন্যতম বিখ্যাত সিচুয়েশনাল কমেডি ‘ফ্রেন্ডস’-এর নতুন সিজন দেখা যাচ্ছে ভারতেও। জি-ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই বিশেষ পর্ব। বয়স বাড়লেও বন্ধুত্বের মেজাজে যে কোনও ছাপ পড়েনি তা দিব্যি বোঝা যাচ্ছে জিফাইভের ভিউয়ারশিপে। প্রথম দিনই ভারতের বিভিন্নপ্রান্ত থেকে জিফাইভে প্রায় ১ মিলিয়ন মানুষ দেখলেন সিরিজটির বিশেষ পর্ব।

‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’-এ রয়েছেন পুরনো অভিনেতারাই। ম্যাথিউ পেরি,লিজা কুড্র, ডেভিড স্কিমার, জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স,ম্যাট লেব্লাঙ্ককেই দেখা যাবে পর্দায়।

চমকের এখানেই শেষ নয়, পপ তারকা লেডি গাগা, প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম, গায়ক জাস্টিন বিবার, দক্ষিণ কোরীয় গানের দল বিটিএস, নোবেলজয়ী মালালা ইউসুফজাই প্রথম পর্বে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন। জিফাইভ প্রিমিয়ারের সাবস্ক্রিপশন থাকলে ভারতে বসে দেখা যাবে এই সিরিজ।

জিফাইভের ব্যবসায়িক প্রধান অমিত গোয়েঙ্কা বলেন, ‘প্রথম দিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ লক্ষ মানুষ সিরিজের প্রথম পর্ব দেখেছেন। মানুষের উৎসাহ দেখে আমরা অত্যন্ত খুশি।’

এই ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা এই মূহুর্তে মাসে ৭২.৬ মিলিয়ন এবং দৈনিক ৬.১ মিলিয়ন। এর মধ্যে ৫.৪ মিলিয়ন ব্যবহারকারী টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছেন অ্যাপটি। ফ্রেন্ডস- এর নতুন সিজন যে ব্যবহারকারীর সংখ্যা আরও বহুগুণে বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

জি ফাইভ তার উন্নত কন্টেন্টের জন্যে ইতিমধ্যেই সুপরিচিত। মুখ্য ব্যবসায়িক আধিকারিক, মনীষ কালরা এ বিষয়ে বলেন, ‘৫০ টি নতুন সিনেমা এ বছর আমাদের প্ল্যাটফর্মে দেখা যাবে। এবছরের মধ্যেই আমাদের লক্ষ্য ৪-৫ টি ভাষায় ৪০ টি ওয়েবসিরিজ তৈরি করার।’

সালমান খানের রাধে সিনেমাটিও একমাত্র জিফাইভেই দেখা যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রায় ২২৫ কোটি টাকায় রাধের রাইট কিনেছে জিফাইভ (zee5)।

TwitterFacebookWhatsAppEmailShare

#zee5, #Friendsthe Reunion

আরো দেখুন