রাজ্য বিভাগে ফিরে যান

ক্ষয়ক্ষতির হিসেব মোদিকে দিলেন মমতা, রইলেন না বৈঠকে

May 28, 2021 | < 1 min read

ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উপস্থিত হলেও অংশ নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ১৫ মিনিটের জন্য মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে।

সূত্রের খবর প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলাইকুন্ডায় উপস্থিত ছিলেন। আলাদাভাবে দেখা করে প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দেন তিনি। 

আগে থেকেই প্রধানমন্ত্রীর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। সরকারি বৈঠকে বিজেপির বিধায়কের উপস্থিতি তিনি মেনে নিতে চাননি। বৃহস্পতিবার রাতেই তা দিল্লিতে জানিয়েছিল নবান্ন।

এদিন ঘূর্ণিঝ়ড় বিধ্বস্ত ৬টি বিধানসভা কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সাগরদ্বীপ পরিদর্শনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে জিজ্ঞাসা করা হয়। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন বৈঠকে তিনি উপস্থিত থাকবে না। তবে রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব তিনি পাঠিয়ে দেবেন নরেন্দ্র মোদীকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#yaas cyclone, #Mamata Banerjee

আরো দেখুন