বিনোদন বিভাগে ফিরে যান

নেটফ্লিক্সে আসছে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে নতুন সিরিজ ‘রে’

May 28, 2021 | < 1 min read

নেটফ্লিক্সে (Netflix) এবার আসতে চলেছে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে একঝাঁক ছবি৷ বলিউডে নামজাদা অভিনেতাদের দেখা যাবে এই নেটফ্লিক্সের সত্যজিতের সিরিজে৷ যার নাম ‘রে’৷ কয়েক দিন আগেই জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা সিরিজ নিয়ে এসে সবার মন জয় করেছেন সৃজিত৷ এবার হিন্দিতে তাঁর প্রথম সিরিজ৷ সৃজিতের সঙ্গে এই সিরিজ পরিচালনা করেছেন অভিষেক চৌবে ও ভাসান বলা। সিরিজটি দেখা যাবে ২৫শে জুন থেকে।

সত্যজিৎ রায়ের লেখা গল্প নিয়ে এই সিরিজে দেখা যাবে, মনোজ বাজপেয়ী, গজরাজ রাও, আলি ফজল, শ্বেতা বসু প্রসাদ, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, আকাঙ্খা রঞ্জন কাপুর, বিদিতা বাগ, চন্দন রায় সান্যাল, রঘুবীর যাদবের মতো অভিনেতাদের৷

এই সিরিজের একটি অংশে অভিনয়ে আছেন গজরাজ রাও। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন গজরাজ রাও। তিনি লিখেছেন, ‘রায় অ্যান্থলজির অংশ হতে পেরে এক্সাইটেড। একেবারেই ভিন্ন ধরণের এই গল্প গুলো লিখেছেন সত্যজিৎ রায়। থ্রিলারে ভরপুর এই গল্পগুলো শেষ পর্যন্ত দর্শক ধরে রাখবে।’

সম্প্রতি নেটফ্লিক্স ঘোষণা করল, মোট ৪১ টি প্রোজেক্ট নিয়ে আসছে তারা৷ সব কটিই একেবারে নতুন এবং চমক দেওয়ার মতো৷ যেখানে দেখা যাবে মাধুরী দীক্ষিত, কঙ্কনা সেনশর্মা, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, রবিনা ট্যান্ডন, অদিতি রাও হায়দেরি, কার্তিক আরিয়ানের মতো বলিউড স্টারেদের৷

করোনার কারণে লকডাউন। সিনেমা হল বন্ধ। লকডাউনের সময় ওটিটি-তে অভ্যস্ত হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ৷ মোবাইল ফোনেই সিনেমার দিকে চোখ রেখেছেন৷ আর তাই তো পরিচালক থেকে প্রযোজক সবাই ওটিটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত৷ নতুন নতুন আইডিয়া নিয়েও মাঠে নামছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Web Series, #Netflix, #Satyajit Ray

আরো দেখুন