দেশ বিভাগে ফিরে যান

পাঁচ রাজ্যে সিএএ নিয়ে নির্দেশিকা জারি কেন্দ্রের, নেই বাংলা, বঞ্চিত মতুয়ারা

May 29, 2021 | < 1 min read

গুজরাত, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের ১৩টি জেলায় বসবাসকারী আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অমুসলিম (হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ) উদ্ধাস্তুদের ভারতের নাগরিকত্বের (Citizenship) জন্য আবেদন করতে বলল কেন্দ্র।

সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রেক্ষিতেই শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে কার্যকর হওয়া সিএএ অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসা অমুসলিম উদ্বাস্তুদের (হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান) নাগরিকত্ব প্রদান করা হবে।

সিএএ নিয়ে এই নির্দেশিকায় নেই বাংলার উল্লেখ। বাংলায় হেরে যাওয়ার পর ভোটের আগের প্রতিশ্রুতি ভুলে আবার রাজ্যের উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করল বিজেপি সরকার। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা, যাদের মধ্যে বেশিরভাগই মতুয়া সমাজের মানুষ আবার বঞ্চিত হলেন। উল্লেখ করা যেতে পারে, বাংলার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়ে ওড়াকান্দিতে মতুয়াদের সবচেয়ে বড়ো তীর্থস্থানে যান। বিরোধীরা এই কাণ্ডের প্রতিবাদ করে বলেন যে মতুয়া ভোটের আশায় মোদী এই কাজ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA, #bjp

আরো দেখুন