চলতি সেমিস্টারের ফি মকুব করল পুরুলিয়ার বিশ্ববিদ্যালয়
করোনা (Coronavirus) পরিস্থিতিতে মানবিক উদ্যোগ। আর্থিক কারণে পড়ুয়াদের সমস্যা যাতে না হয়, তার জন্য চলতি সেমিস্টারের ফি মকুব করল পুরুলিয়ার (Purulia) সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে স্বভাবতই স্বস্তির হাওয়া পড়ুয়া মহলে। খুশি শিক্ষকরাও। পুরুলিয়ার মতো এলাকায় স্থানীয় পড়ুয়াদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকর হবে বলে আশাপ্রকাশ করেছেন তাঁরা।
কোভিডের দ্বিতীয় ধাক্কায় আর্থিক পরিকাঠামো আরও খানিকটা ভঙ্গুর হয়েছে। বহু পরিবার কর্মহীন। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে অপারগ। এই অবস্থায় কলেজ, বিশ্ববিদ্যালয় ফি মকুব করা নিয়ে নানা মহল থেকেই দাবি উঠছিল। এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে রাজ্যে নতুন মন্ত্রিসভায় শিক্ষাদপ্তরের দায়িত্ব পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছিলেন ব্রাত্য বসু। শেষমেশ সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি ছেড়েছিলেন বিশ্ববিদ্যালয়গুলির উপর। সেই পথে হেঁটে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের এই মানবিক সিদ্ধান্ত। করোনায় বিপর্যস্ত পরিবারের ছাত্রছাত্রীদের চলতি সেমিস্টারে (Semester) কোনও ফি লাগবে না।