ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে
বাংলার রাজনীতিতে বিস্ফোরক ঘটনা। ঘূর্ণিঝড়ের কবলে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের মানুষের ত্রাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী চুরি করার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক এবং শুভেন্দুর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। গোটা ঘটনায় ঘটেছে শুভেন্দু অধিকারীর নির্দেশে বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক।
কাঁথি (Kathi) পৌরসভার গোডাউন থেকে ত্রিপল চুরির চেষ্টা। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় হাতেনাতে ধরা পড়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। প্রধান অভিযুক্ত বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌম্যেন্দু অধিকারী।
সেন্ট্রাল ফোর্স এর উপস্থিতিতে কাঁথি পৌরসভার পুরনো বিল্ডিং ডরমেটরি মাঠ সংলগ্ন পৌরসভার গোডাউন থেকে ত্রিপল বার করতে দেখে, পৌরসভায় কাজ করতে আসা স্থানীয় এক যুবক। এর পরেই বর্তমান কাঁথি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতিকে খবর দেয় ওই যুবক। প্রত্যক্ষদর্শী যুবক মনজুর রহমান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সহ পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি। শুভেন্দু অধিকারী প্রভাব খাটিয়ে এই ধরনের ঘটনা করেছে এমনটাই অভিযোগ পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি’র।