← রাজ্য বিভাগে ফিরে যান
বিজেপি থেকে তৃণমূলে ফেরার লাইনে এবার দীপেন্দুও
এবার তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি দীপেন্দু বিশ্বাসের। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন দীপেন্দু। তৃণমূলনেত্রীকে চিঠিতে দীপেন্দু লিখেছেন, ‘অভিমানে ভুলবশত নেওয়া সিদ্ধান্তের জন্য ক্ষমাপ্রার্থী। আপনার অনুগত সৈনিক হিসেবে কাজ করতে চাই।’
দীপেন্দু বলেছেন, তিনি ইতিমধ্যেই বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন। তিনি ফের তৃণমূলের হয়েই কাজ করতে চান। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির হাত থেকে দলের পতাকা ফের হাতে তুলে নেওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন প্রাক্তন ফুটবলার। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও বার্তা তিনি পাননি বলে জানিয়েছেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক।