রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যসচিবের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি: চন্দ্রিমা ভট্টাচার্য

May 31, 2021 | < 1 min read

সাংবাদিক বৈঠকে আমলা বদলি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (chandrima bhattacharya)। বদলির নির্দেশকে রীতিমতো বেআইনি বলে উল্লেখ করলেন তিনি। করোনা পরিস্থিতিতে এইরকম নির্দেশ কেন সে বিষয়েও প্রশ্ন তোলেন এদিনের বৈঠকে।

মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীকে চিঠির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী চিঠিতে স্পষ্ট জানিয়েছেন এটি বিধি সম্মত নয়।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রীয় আইন মন্ত্রী বলেছেন মুখ্য সচিব নাকি ওয়াক আউট করেছেন, কিন্তু এই প্রসঙ্গ এল কি করে, কোনও ওয়াক আউট হয়নি। এটি যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো তে কাম্য নয়। মুখ্য সচিবকে এক্সটেনশনের চিঠি দেওয়া হয়েছে।’

বিজেপিকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ ওদের ওয়াক আউট করে দিয়েছে। তাই কি ওরা মুখ্য সচিবের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে? বাংলার বিরুদ্ধে এটা অত্যন্ত ঘৃণ্য চক্রান্ত, এই ধরনের কাজ কালো দিনের ইঙ্গিত করে, এরকম কাজ করবেন না।’

বিজেপিকে আইন নিয়ে না খেলার পরামর্শ দেন মন্ত্রী। সবশেষে বলেন, ‘মানুষ বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কে জয়ী করেছেন কারণ তাকে মানুষ ভরসা করে।’

প্রসঙ্গত রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই মাসের ৩১ তারিখ কর্মজীবন থেকে অবসর পাচ্ছেন। কিন্তু করোনা পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা থাকায় তাঁকে মুখ্যমন্ত্রী মুখ্যসচিব হিসেবে এক্সটেনশনে রাখতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই চাকরি জীবনের শেষ দিনে তাঁকে কেন্দ্রীয় দপ্তরে যোগদানের নির্দেশ দেয় কেন্দ্র সরকার। আর এই নির্দেশ নিয়েই শুরু হয় কেন্দ্র- রাজ্য বিবাদ। অনেকেই মনে করছেন নিজেদের হার মেনে নিতে না পেরেই প্রতিহিংসা পরায়ণতা থেকেই এই কাজ করেছে বিজেপি। এদিন সকালে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সাফ জানিয়ে দেন মুখ্যসচিবের বদলি সম্ভব নয় এই মূহুর্তে। রাজ্যের তাঁকে প্রয়োজন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chandrima Bhattacharya, #alapan bandyopadhyay

আরো দেখুন