দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু কোভিড ইউনিট, উদ্বোধনে দেব

June 1, 2021 | < 1 min read

জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। সেকথা মাথায় রেখেই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি পৃথক কোভিড ইউনিট খোলার পরিকল্পনা করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। আজ খুলে গেল সেই ইউনিট।

সোমবার ডেবরা(Debra) সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩৫ শয্যার ওই কোভিড ইউনিটের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী(Dev)। উদ্বোধন অনুষ্ঠানে দেবের সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল, রাজ্যের মন্ত্রী ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবির ও জেলা স্বাস্থ্য আধিকারিক নিমাই মণ্ডল।

হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে জেলাশাসক রেশমি কমল বলেন, জেলায় আগে ৬০০-র বেশি বেড ছিল। আজকের পর কোভিড বেড়ের সংখ্যা সাড়ে সাতশো হবে। ডাক্তার, নার্স, অক্সিজেন-সহ করোনা চিকিত্সার সব সুবিধে ওই ইউনিটে থাকবে। এই ইউনিট খোলার ফলে খড়গপুর(Kharagpur), নারায়ণগড়-সহ একাধিক এলাকার মানুষ করোনা চিকিত্সার সুবিধে পাবেন।

DevTMC MP

TwitterFacebookWhatsAppEmailShare

#Dev, #Covid Hospital, #Debra

আরো দেখুন