রাজ্য বিভাগে ফিরে যান

ডেঙ্গু সংক্রমণ গতবারের থেকেও ৫০ শতাংশ কম, কমেছে ম্যালেরিয়াও

June 1, 2021 | 2 min read

শহরে করোনা সংক্রমণ নিয়ে দুশ্চিন্তা থাকলেও ডেঙ্গু-ম্যালেরিয়া কিন্তু স্বস্তিতে রেখেছে কলকাতা পুরসভাকে। চলতি বছরের পরিস্থিতি গত বছরের থেকেও ভালো বলে দাবি করছে কলকাতা পুরসভা।

পুর-তথ্য বলছে, গত বছরের তুলনায় চলতি মে মাসের শেষ সপ্তাহে শহরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ কমেছে। সংখ্যার হিসেবে, গত বছর এই মাসে ডেঙ্গু (Dengue) আক্রান্ত ছিল ৪৫-৪৬ জন। এই বছর আক্রান্তের সংখ্যা ২২। অন্যদিকে, ম্যালেরিয়া রোধেও সাফল্য এসেছে। গত মে মাসের তুলনায় ৪৬ শতাংশ কমেছে আক্রান্তের সংখ্যা। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নিঃশব্দে মশাবাহিত রোগ দমনে কাজ চালাচ্ছেন কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগের কর্মীরা। বিভিন্ন নিকাশি খাল এবং বিভিন্ন অঞ্চলে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। কলকাতা পুরসভার ১৬টি বরো অ্যাকশন টিম এবং আরও ১৬টি কেন্দ্রীয় র‌্যাপিড অ্যাকশন টিম কাজ করছে। ঘূর্ণিঝড়ের অভিঘাতে শহরে বৃষ্টি হয়েছে। ফের জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু হবে বলেই জানিয়েছেন কলকাতা পুরসভার ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডঃ দেবাশিস বিশ্বাস। তিনি বলেন, আগেভাগেই সতর্ক থেকেছি আমরা। এখনও ডিসেম্বর অবধি লড়াই চালাতে হবে বলেই মনে হয়। প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বলেন, নিয়মিত ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হয়েছে। গতবার ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ দেখেনি শহর। বাড়তি ফল মিলেছিল করোনার জীবাণুনাশ কর্মসূচি থেকে। সেই সাফল্য বজায় রাখা সম্ভব হয়েছে। তবে এখনও কাজ চালিয়ে যেতে হবে।

শহরকে ডেঙ্গু এবং ম্যালেরিয়া (Malaria) মুক্ত করতে নাগরিক সমাজকেও সচেতন থাকতে হবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ। পুরসভার বক্তব্য, গত বছর ডেঙ্গুতে মাত্র ২০০০ কেস ধরা পড়েছিল। ডেঙ্গু কিংবা ম্যালেরিয়াতে কোনও মৃত্যু নেই। অন্যান্য বছরের তুলনায় যা ৬০-৬৫ শতাংশ কম। চলতি বছরেও সেই সংখ্যার থেকেও আরও ৫০ শতাংশ কম হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #dengue, #Malaria

আরো দেখুন