← দেশ বিভাগে ফিরে যান
ফাইজার, মর্ডানার টিকার ট্রায়াল ভারতে প্রয়োজন নেই জানাল ডিসিজিআই
বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষের ফাইজার (Pfizer), মর্ডানা (Moderna) করোনা টিকার প্রয়োগ। ভারতে টিকাকরণ পক্রিয়ায় গতি আনতে ফাইজার, মর্ডানার টিকার ট্রায়ালের প্রয়োজন নেই বলে জানাল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।
ডিসিজিআই জানিয়েছে, যদি নির্দিষ্ট কিছু দেশ ও হু এই সব বিদেশি টিকাকে অনুমতি দিয়ে থাকে তা হলে ভারতে আলাদা করে ট্রায়ালের প্রয়োজন নেই। এর আগে পর্যন্ত টিকার ব্যবহার করতে গেলে ভারতীয়দের শরীরে তা ট্রায়াল করে দেখা হত। এবার সেই পথ থেকে সরে এল ডিসিজিআই।