আনলক প্রক্রিয়া চালু করতে মানতে হবে নিয়ে ৩টি শর্ত, জানাল আইসিএমআর
দেশের সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই লকডাউনের কড়াকড়িতে শিথিলতা আনছে বিভিন্ন রাজ্য। তবে আনলকের (Unlock) সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু শর্ত দেখে নেওয়া উচিত বলে জানালেন আইসিএমআর-এর (ICMR) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে করোনা সংক্রান্ত বিষয়ে উপদেশ দেওয়ার সময় ৩টি বিষয়ের উল্লেখ করেছেন তিনি।
আনলকের শর্ত হিসাবে তিনি প্রথমেই উল্লেখ করেছেন সংক্রমণের হারের বিষয়টি। তাঁর প্রস্তাব—
১) কোনও এলাকা আনলক করার আগে দেখে নিতে হবে, এক সপ্তাহ ধরে সেই এলাকায় সংক্রমণের হার ৫ শতাংশের কম হচ্ছে কিনা।
২) সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে অন্তত ৭০ শতাংশকে টিকাকরণের আওতায় আনতে হবে।
৩ )কোভিড বিধির যথাযথ পালন নিশ্চিত করতে হবে।
এ ব্যাপারে ভার্গব বলেছেন, ‘‘করোনার তৃতীয় ঢেউ আটকে দিতে চাইলে আনলকের ব্যাপারে আরও সতর্ক হবে। যে সব জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নীচে, সেগুলিতে ধীরে ধীরে আনলক প্রক্রিয়া চালু করতে হবে। হঠাৎ সব খুলে দিলে চলবে না।’’
প্রসঙ্গত, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যে সংক্রমণ কম হওয়ায় লকডাউনের বিধিনিষেধে ছাড় দেওয়া হচ্ছে। দেশের প্রায় অর্ধেক জেলায় গত ৭ দিন ধরে সংক্রমণ হার ৫ শতাংশের নীচে নেমেছে। সেই পরিস্থিতিতেই সতর্কবার্তা দিলেন আইসিএমআর প্রধান।