কলকাতা বিভাগে ফিরে যান

চার ধাপে ভাঙা হবে পোস্তা উড়ালপুল, কাজ শুরু ১৫ জুন থেকে

June 2, 2021 | < 1 min read

অবশেষে শুরু হচ্ছে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ। জানিয়েছেন কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। মোট ৪টি ধাপে আগামী ১৫ জুন থেকে ভাঙা হবে পোস্তা উড়ালপুল বা বিবেকানন্দ ফ্লাইওভার (Vivekananda Flyover)।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মার্চ আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুল (Posta flyover)। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। তারপরই আলোচনা শুরু হয়ে ওই ভেঙেপড়া উড়ালপুলের সবটাই ভেঙে ফেলা হবে নাকি ভেঙেপড়ে অংশ বাদ দিয়ে বাকী অংশ নির্মাণ করা হবে। এনিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়।  শেষপর্যন্ত সিদ্ধান্ত হয় ভেঙেই ফেলা হবে ওই উড়ালপুলটি।

পুরসভা সূত্রে খবর, প্রথম রাজাকাটরার সামনে থেকে পোস্তা মার্কেট পর্যন্ত অংশ ভাঙা হবে। ফলে গিরিশ পার্ক পর্যন্ত রাস্তা বন্ধ রাখতে হবে। এর জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিসকে একটি বিকল্প রুট বানানোর জন্য আবেদন করা হয়েছে পুরসভার তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vivekananda Flyover, #collapsed, #posta flyover

আরো দেখুন