রেশনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্যের
রেশন (Ration) ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Govt Of West Bengal)। রেশনের খাদ্য পেতে ই-পস যন্ত্রে গ্রাহককে আঙুলের ছাপ দিয়ে তাঁর আধার নম্বর যাচাই করতে হবে। যেসব গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ব্যবস্থা জুন থেকেই চালু হচ্ছে বলে খাদ্যদপ্তর জানিয়েছে। তারা আরও জানিয়েছে, যাঁরা এখনও আধার নম্বর সংযুক্তিকরণ করেননি তাঁদের তা আগস্টের মধ্যেই করতে হবে। আগস্টের পর রেশনের খাদ্য পেতে এটা জরুরি।
দুয়ারে রেশনের ক্ষেত্রেও আধার সংযুক্তিকরণ প্রয়োজন। যেসব গ্রাহকের আধার নম্বর যুক্ত না হলেও মোবাইল নম্বর নথিভুক্ত আছে তাঁদের ক্ষেত্রে আপাতত তার মাধ্যমেই খাদ্য দেওয়া হবে। কিন্তু শুধু মোবাইল নম্বর নথিভুক্ত থাকা গ্রাহকদের বাধ্যতামূলকভাবে আগস্টের মধ্যে আধার নম্বর দিতে হবে।
ই-পস যন্ত্রে আধার নম্বর যাচাই করা হলে রেশনের বরাদ্দ খাদ্য শুধু গ্রাহকের কাছেই পৌঁছবে। খাদ্য বাইরে বেশি দামে বিক্রি করে দেওয়া যাবে না। এখন ই-পস যন্ত্রে শুধু গ্রাহকের ডিজিটাল রেশন কার্ড স্ক্যান করে খাদ্য দেওয়া হয়। আঙুল ছাপের মাধ্যমে আধার নম্বর যাচাই করা হলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা যাবে বলে খাদ্যদপ্তর আশা করছে। ৩১ মে জারি করা বিজ্ঞপ্তিতে আধার নম্বর যাচাই করার ব্যাপারে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। রেশন ডিলারদের ভূমিকা নিয়েও বিজ্ঞপ্তিতে আলদা একটি অংশ আছে। কোনও পরিবারের একজন সদস্যেরও আধার নম্বর নথিভুক্ত থাকলে তিনি বাকিদের বরাদ্দ খাদ্য পাবেন। কিন্তু আধার নথিভুক্ত নেই পরিবারের অন্য এমন কোনও সদস্য খাদ্য সংগ্রহ করতে গেলে রেশন ডিলার তাঁকে জানাবেন, কার নাম নথিভুক্ত আছে। সেক্ষেত্রে পরিবারের ওই সদস্যকে খাদ্য সংগ্রহ করার জন্য আসতে বলবেন ডিলার। যেসব গ্রাহকের শুধু মোবাইল নম্বর নথিভুক্ত আছে তাঁরা সেটার সাহায্যে আগস্ট পর্যন্ত খাদ্য নেবেন। ডিলারের কাছে গিয়ে ওই গ্রাহকের ডিজিটাল রেশন কার্ড স্ক্যান করার পর তাঁর নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি ডিলার ই-পস যন্ত্রে নথিভুক্ত করার পর গ্রাহক খাদ্য পাবেন। কিন্তু আগস্টের পর এই বিকল্প থাকবে না।