ইসলামিয়া হাসপাতালে শুধু মুসলমান রোগীর চিকিৎসা? জানুন সত্য ঘটনা
দাবি
সম্প্রতি একটি পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে কলকাতার বৌবাজারে ইসলামিয়া হাসপাতাল তৈরি করা হয়েছে। সেখানে শুধু মুসলমান রোগীদেরই চিকিৎসা হবে। পোস্টটিতে বলা হচ্ছে, ‘হিন্দু হাসপাতাল বানানোর মুরোদ ভারত সরকারের নেই। ভারত যদি ধর্ম নিরপেক্ষ দেশ হয়, তাহলে ইসলামিয়া বিদ্যালয় বা হাসপাতাল হয় কী করে? ওরা অনুমতি পেলে হিন্দুরা বানানোর অনুমতি পাবে না কেন? হিন্দুদের ট্যাক্সের টাকায় হিন্দুরাই তাদের সন্তানের জীবন অসুরক্ষিত করছে। এর নৃশংস পরিণাম পরবর্তী প্রজন্মকে ভুগতেই হবে।’
ফিরহাদ হাকিম হাসপাতালের উদ্বোধন করছেন, এই খবরের স্ক্রীনশটও ভাইরাল হয়।
সত্যতা
দাবিটি সম্পূর্ণ ভুয়ো। আনন্দবাজার পত্রিকায় খবরটি প্রকাশিত হয়। সেখানে এটা কখনোই বলা হয়নি যে এখানে শুধু মুসলমানদের চিকিৎসাই হবে। হাসপাতালটি বহুদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। তার সংস্কার করে রাজ্য সরকার এটিকে কোভিড হাসপাতালে পরিণত করে। ফিরহাদ হাকিম উদ্বোধন করেন। হাসপালটিতে ১২০ টি শয্যা, ২০ টি আইসিইউ শয্যা, ৪০০ অক্সিজেন সিলিন্ডার রয়েছে। হাসপাতালটির সংস্কারে ৩৬৫ কোটি টাকা খরচ করেছে সরকার। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার চিকিৎসা হবে ওই হাসপাতালে। একথা নিজে জানিয়েছেন ইসলামিয়া হাসপালের সম্পাদক। আপাতত সরকারের সাথে যৌথ পরিকল্পনায় চলবে এই হাসপাতাল।